বিয়ের দিনের ভাবনা আমরা দুজনেই সমস্ত রাত জেগে ছিলাম কিছুই হয়নি | আমাদের চিৎকার-চেঁচামেচিতে বাবা দরজায় এসে জুড়ে বলল মা দরজাটা খোল




যারা বিয়ে নিয়ে ভাবছেন তাদের জন্য এই আর্টিকেলটি। বিয়ের আগে নানান ধরনের ভাবনা আসে বাসর রাতে কি হবে বা বাসর রাতে কি করবেন বাসর রাতে রাত জেগে থাকবে না ঘুমাবেন না জেগে জেগে সারা রাত নববধূর সাথে কথা বলে কাটিয়ে দিবেন অনেক কিছু চিন্তা ভাবনা আসে মাথায় তো তাদের জন্য এটা

তবে ব্যাপারটা নিয়ে বিবাহিত মহামানব এবং মানবীদের মধ্যে ব্যাপক মত পার্থক্য লক্ষ্য করা যায় | কেনিয়ার কিংবদন্তি মহাপুরুষ এ সেন্টেন্স ওগোইল্লা আকুকু তার 103 বিবাহের পর বলেছিলেন এই ব্যাপারটা আসলে বেশ কনফিউজিং আমি প্রথম বিবাহের সময় সারারাত জেগে থাকতে চেয়েছিলাম |

কিন্তু বিয়ের এক্সট্রেনট এবং ক্লান্তিতে বাসর ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ি | তারপর আমি দ্বিতীয় বিয়ে করি |
তৃতীয় বিয়ে করি এবং একে একে আজকে আমার সেঞ্চুরি পূর্ণ হল আমি শুধু এটাই বুঝাতে চেয়েছিলাম যে বাসর রাতে জেগে থাকলে কি হয় |
কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি আমাকে আজকে 100 তম বিয়ে পূর্ণ করতে হলো |আশাকরি আজকে আমি জেগে থেকে দেখতে পাব আসলে জেগে থাকা ভালো নাকি ঘুমিয়ে পড়ো | আর জেগে থাকলে আসলে কি হয় |

অপরদিকে 23 তম বার বিয়ে করার পর | ক্যালিফোর্নিয়ায় লিন্ডা বলেছেন আমি প্রত্যেকবারই বাসর রাতে নির্ঘুম কাটিয়েছি | কিন্তু কোন এক অজানা কারণে আমার সব সঙ্গীর এই মাঝরাতে ঘুমিয়ে পড়তো | অতঃপর আমি একাই বই পড়তে পড়তে এবং ইয়ার বারডে গান শুনতে শুনতে রাতে নির্ঘুম কাটিয়ে দিতাম | তবে আমার মনে হয় বাসর রাতে আপনার সঙ্গী ঘুমিয়ে পড়লে আপনি যদি জেগে থাকেন তবে ব্যাপারটা মন্দ নয় |

আপনি তারই তারিয়ে তারিয়ে নিজের সঙ্গে উপভোগ করতে পারবেন | তবে আমি দেখতে চাই দুজন একসাথে জেগে থাকলে আসলে কি হয় যার জন্যে একে একে আমি 23 বার বিয়ে বিয়ের পিঁড়িতে বসলাম | তিনি বাসর রাতে একলা জেগে থাকলে কিছু গানের সাজেশন তিনি দিয়েছেন যেমন ধরেন ছাম্মাক চাল ডিংকা চিকা মাহফুজুর রহমান সমস্ত গান উল্লেখযোগ্য |

নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি বলেছে আমাদেরকে বলা হয়েছিল বাসর রাত জেগে থাকলে বিশেষ ব্যাপারটা ঘটে | আমরা দুজনেই সমস্ত রাত জেগে ছিলাম কিছুই হয়নি কেবল শেষ রাতের দিকে মশার উৎপাতে কে মশারির লাগাবে এই ইস্যুতে আমাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আমাদের চিৎকার-চেঁচামেচিতে বাবা দরজায় এসে জুড়ে বলল মা দরজাটা খোলো আমি মশারি লাগিয়ে দিচ্ছি তাও ঘুমাতে পারছি না তোমাদের জন্য |

আরো অনেক বিবাহ গুরুদের রিচার্জ সাক্ষাৎকার এবং অভিজ্ঞতা নিয়ে রিচার্জ করে আমার মনে হয় বিষয়টা সত্যিই আপনি জেগে থাকতে চাইলে আপনার সঙ্গে ঘুমিয়ে থাকতে পারে আপনার সঙ্গী জেগে থাকতে চাইলে আপনি ঘুমিয়ে পড়তে পারে আবার একসাথে দুজনই জেগে থাকলে সংসার ভেঙে যেতে পারে তবে দুজনেই একসাথে ঘুমিয়ে পড়লে কি হয় এই বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে জৈনিক ডাক্তার সাহেব বলেছেন বাচ্চা হবেনা হবেনা হবেনা |

আপনি চাইলে সমস্ত রাত জেগে থাকতে পারেন আবার ঘুমিয়ে থাকতে পারেন আপনার ইচ্ছা তবে জেগে থাকলে চম্যক চালো গানটা শুনে দেখবেন খারাপ না ভাবে


প্রসাব ধরে রাখা যায় না কেন






r আমাদের ব্লাডের আমাদের ব্লাডারের 400 থেকে 500 মিলি মিটার প্রজন্ত প্রসাব ধরে রাখার ক্ষমতা আছে | ব্লাডের বেশি প্রসাব জমা হলে তা ক্রমাগত ফুলে যেতে থাকে | এবং আমাদের মস্তিষ্ক থেকে অনুভূতির সৃষ্টি হয় এবং আমরা তার শরীর থেকে নিঃসরণের চেষ্টা করি |

শরীর থেকে নিঃসরণের চেষ্টা করি তবে যদি বেশীক্ষণ প্রসাব চেপে থাকতে থাকতে ব্লাড এর মাশুল দুর্বল হয়ে যায় |এর ফলে একটা সময় আপনার অজান্তেই আপনার প্রসাব বেরিয়ে আসবে আপনি টেরও পাবেন না

আপনি যদি বেশীক্ষণ প্রসাব আটকে রাখেন নিম্ন সমস্যা দেখা দিবে



নিয়মিতভাবে দীর্ঘক্ষণ প্রসাব চেপে থাকলে ইউপিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন আক্রান্ত হতে পারেন | কারণ দূরে রাখার ফলে ব্লাডের ব্যাকটেরিয়ার জন্ম নেবে এর কারণে সহজেই নানা অসুখ আক্রান্ত হয়ে পড়তে পারেন আপনি |
অনেকক্ষণ প্রসাব চেপে রাখলে ব্লাডার বড় হয়ে যেতে পারে এর ফলে ইউরিন একটু সময় ধরে রাখতে পারবেন না প্রসাব করতে সমস্যা হবে | বেশিক্ষণ চেপে রাখলে পরে প্রসাব করার সময় আপনার ব্লাডের পুরোপুরি খালি হবেনা কিছু ইউরিন ব্লাডার থেকে যাবে | আর এতে ব্যাকটেরিয়া জন্ম নেবে |
একজন মানুষ কতবার টয়লেটে যাবেন তা ব্যক্তিবিশেষ নির্ভর করে তবে একজন সুস্থ সবল মানুষের দিনে 6 থেকে 8 বার টয়লেটে যাওয়া উচিত | এই সূত্র গুগল থেকে পাওয়া


( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )