ফোন পানিতে ভিজে গেলে কি করনীয় কি কি করতে হবে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা
আজকাল বেশ কিছু ফ্লাগশিপ ফোন নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ওয়াটার রেসিস্টেন্ট এলে ও চিরাচরিতভাবে মোবাইল ফোন কে পানি থেকে দূরে রাখা হয় | মোবাইল ফোনে অনেকটা( দা-কুমড়ো জাতীয় সম্পর্ক) অবশ্যই এটা সব ধরনের ইলেকট্রনিক্স এর বেলাতেই খাটে এমনকি যে সাবমেরিন পানির নিচে চলে সেটাও পানিরোধী হিসেবে তৈরী করা হয় | তো আর ধান ভানতে শিবের গীত না করে চলুন আসল কথা ফিরে আসি |
আপনার মোবাইল ফোনটি যদি পানিরোধী না হয় আর হঠাৎ যদি সেটি ভিজে যায় কিংবা পানিতে পড়ে যায় তাহলে আপনার কি করা উচিত চলুন এ প্রশ্নের উত্তর জেনে নেই
ফোনটি বন্ধ করুন
জেমসের সে গানটা শুনেছেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে ব্যাপারটা এরকম হতে পারে |মোবাইল ফোন পানিতে পড়ে যায় কিংবা পানি ফোনের ওপরে পড়ুক যেটাই হোক না কেন | সাথে সাথে ফোনটি বন্ধ করে ফেলুন | আর চার্জারে লাগানো থাকলে তা কথাই নেই সাথে সাথে চার্জার থেকে খুলে ফেলুন |আলাদা করে ফেলুন ভেজা অবস্থায় ফোন চার্জে লাগাবেন না | আপনার ফোনটি যদি পুরনো মডেলের হয় তাহলে হয়তো ব্যাটারি খুলে নেওয়ার অপশন থাকবে সে ক্ষেত্রে ব্যাটারি খুলে ফেলুন |
পানির জন্য ফোনের সবচেয়ে দ্রুত যে ক্ষতি হয় তা হলো পানি ফোনের মাদারবোর্ডের সার্কিট গুলোকে শর্ট করে দেয় | মানে শর্ট-সার্কিট আর আর কি আপনি বিজ্ঞানের ছাত্র হলে শর্ট-সার্কিট কি তা অবশ্যই জানেন | অন্য বিভাগের ছাত্র হয়েও শর্ট সার্কিট জিনিসটা সম্পর্কে ধারনা থাকলে সেটা আপনার ক্যাডেট | এটা ঘটে যদি পানি ভেজা অবস্থায় আপনার ফোনে বিদ্যুৎ প্রবাহিত হয় | আর অনেক কারণে হতে পারে ভেজা ফোনে শর্ট সার্কিটে এ রাতে ফোন বন্ধ করে ব্যাটারি খুলে ফেলায় সবচেয়ে উত্তম |
ফোনটি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন |
শিরোনাম দেখে বিভ্রান্ত হবেন না | এটা শুধুমাত্র তখনই করবেন যখন আপনার ফোনটি সমুদ্রের জলে কিংবা স্যুপের বাটি তে পড়ে যায় | কারণ সামুদ্রিক লোনা পানিতে লবণ থাকে যা আপনার ফোনের মাদারবোর্ডের ক্ষতি করতে পারে | তাই তাড়াতাড়ি পরিষ্কার জলের দাঁড়াতে ধুয়ে ফেলুন | তবে অবশ্যই সাবধানে | তা না হলে হিতে বিপরীত হতে পারে | আর ভুলেও বাটিতে পানি দিয়ে তাতে ডুবাবেন না | ফোন নিয়ে জাকাজাকি নয় | একদম অনেক ভয় পেয়ে ফোন পানি থেকে তুলে নাড়াচাড়া কিংবা জাঁকিয়ে ভেতর থেকে পানি বের করতে চান ভুলেও এ কাজটি করবেন না | উল্টোপাল্টা জাকা জাকি করলে পানি বের হবেই না বরং ভিতরে আরও গভীরে পানি চলে যেতে পারে |
সিলকা জেল ব্যবহার করতে পারেন |
অনেক সময় ট্যাবলেটের কওটাতে পাওয়া সিলকা জেল আমরা ফেলে দেই | ফেলে না দিয়ে সেগুলো জমিয়ে রেখে দিলে এরকম বিপদের সময় কাজে লাগতে পারে | সিলফিল খুব চমৎকার একটি ড্রয়িং এজেন্ট এবং এটি দ্রুত আদ্রতা সুঁশি নেয় আর ফোন খুলে শুকানোর জন্য অপেক্ষা করার সময় হলে কিংবা টিস্যু পেপারের ওপর রেখে দিতে পারেন | হেয়ার ড্রায়ার কিংবা ওভেনের দিকে ভুলেও যাবেন না | ফোন শুকানোর জন্য অনেক হেয়ার ড্রায়ার ব্যবহার করে কিন্তু আনাড়ি হাতে এটা করতে গেলে হেয়ার ড্রায়ার এর তাপ আপনার ফোনের ক্ষতি করতে পারে | আর ভুলেও বোকার মতন মাইক্রোওয়েভ ওভেনে ফোন রেখে শুকানোর চেষ্টা করে ফোনকে ডাস্টবিনে ফেলার উপযোগী করবেন না যেন |
শুকানোর জন্য অপেক্ষা করুন
আপনার ফোনটি শুকাতে দিয়ে অপেক্ষা করতে থাকুন সরাসরি সূর্যের আলোতে না রাখাই সমীচীন আপনি হার্ডওয়ার গীক টাইপের হলে আর বাসায় যন্ত্রপাতি থাকলে ফোনটির পার্স খুলে আলাদা করে শুকাতে দিতে পারেন সার্ভিস সেন্টার দিকে যেতে পারেন | আপনি এত কিছু না পারলে বসে না থেকে ফোনটি সুইচ অফ করে ব্যাটারি খুলে যদি সম্ভব হয় সার্ভিস সেন্টারে কিংবা মোবাইল রিপেয়ার শপ এর দোকানে দিকে যান | | একটু সময় নষ্ট করবেন না খুব বেশি খারাপ না হলে আপনার ফোনটি আবারও আগের মতো চলতে থাকবে আপনার ফোন কখন ভিজে গিয়েছিল তা নিয়ে আপনার অভিজ্ঞতা কমেন্ট শেয়ার করুন |
( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )
0 Comments