দুবাইতে ভিক্ষা করার অপরাধে জেল । দুবাই তে ভিজিট ভিসায় গিয়ে ভিক্ষা করে ভিক্ষোক







ভ্রমণ ভিসা ভিক্ষা বৃত্তি দুবাইতে চলছে ধরপাকড়



রমজান মাস উপলক্ষে সাধারণ নাগরিকদের সতর্কতাঃ ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের দৌড়া পাকুর চলছে |দেশটির আবুধাবি দুবাই সারজা প্রাদেশিক শহরে বৃত্তের সঙ্গে জড়িতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে |

এরমধ্যে শারজা প্রদেশ ভিক্ষাবৃত্তি দের জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে |শারজা পুলিশের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যে তিনজনের কাছে থেকে যথাক্রমে 40000 9,000 12,000 দেরহাম পাওয়া গেছে | বাংলাদেশের টাকা তার পরিমাণ প্রায় 15 লাখ টাকা

একই অপরাধে আরো 94 জন ব্যক্তি আটক করেছে শারজা পুলিশ |এদের মধ্যে 65 জন পুরুষ 29 নারী রয়েছে | ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত 94 জন অধিকাংশই ভিজিট ভিসা নিয়ে এসেছে | সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছে বলে জানিয়েছে পুলিশ |

শারজায় ভিক্ষাবৃত্তিই নিয়ন্ত্রণকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বিন তালিয়া |গণমাধ্যমকে জানান গ্রেপ্তারকৃত মধ্যে অধিকাংশ অপরাধী বিষয় নিয়ে আমিরাতে প্রবেশ করেছে এই কেউ কেউ এই পবিত্র মাসে দ্রুত মুনাফা অর্জনের জন্য এই কাজটি করে যাচ্ছে |এর আগে 2020 সাল ও 2021 সালে bikhaa বৃত্তির সঙ্গে জড়িত প্রায় এক হাজার 409 জন জনকে গ্রেপ্তার করা হয়েছে |এসময় তাদের কাছ থেকে জব্দ করা অর্থের পরিমাণ ছিল প্রায় 50 মিলিয়ন দিরহাম | এদিকে চলতি এপ্রিলে এক ভিক্ষুক কে গ্রেপ্তার করেছে পুলিশ মাহে রমজানের শুরুর দিকে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন দেশের মুদ্রা প্রায় 40 হাজার দিরহাম জব্দ করা হয়েছে|

দুবাই পুলিশ জানায় আঠারোই মার্চ থেকে প্রথম রমজান পর্যন্ত |বিরোধী অভিযানের আওতায় অন্তত 178 কে গ্রেফতার করা হয়েছ | দুবাই পুলিশ অপরাধ ও তদন্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল আহমেদ আল আবেদী জানান |দরিদ্রের সাহায্য করার জন্য আমি রাতে দাতব্য সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে | কিন্তু দেশে ভিক্ষাবৃত্তি বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ভিক্ষাবৃত্তি সঙ্গে জড়িত সংঘবদ্ধচক্র জরিমানা ও ছয় মাসের জেল হতে পারে |

এদিকে আমিরাতে বসবাসকারী নাগরিকদের সতর্ক করে ভিক্ষাবৃত্তির বিষয়ে সচেতন মূলক ভিডিও প্রকাশ করেছে আবুধাবি পুলিশ বিভিন্ন মসজিদে বাজারে কিংবা বাসায় বাড়ির দরজায় দাঁড়িয়ে সহানুভূতি ও উদারতার সুযোগ নেওয়া ভিক্ষুদের কাছ থেকে বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন তারা আবুধাবি পুলিশ | জানায় রমজানের উপলক্ষে দেশটিতে সংখ্যা বেড়ে যায় | নানা ধরনের গল্প সাজিয়ে মানুষকে প্রতারিত করে |তারা নিজেদের অবস্থান জানিয়ে সাহায্যের আবেদন করে |

2021 সালে রমজানে আবুধাবি পুলিশ 179 গ্রেপ্তার করে পুলিশ |আরো জানায় কেউ কেউ অনলাইনের মাধ্যমে | দরিদ্র অবস্থায় লোকদের ছবি প্রেরণ করে অন্য তাদের সহায়তা অসুস্থ রোগীর চিকিৎসা বা দরিদ্র দেশে মসজিদ ও স্কুল নির্মাণের জন্য বার্তা পাঠায় |এ ধরনের কাজে জড়িত থাকার অপরাধে কেউ ধরা পড়লে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা | ও শাস্তির বিধান রাখা হয়েছে |তো বন্ধুরা আশা করি যারা প্রবাসে থাকেন সতর্কতার অবলম্বন করে চলবেন অনেক আছে আমরা যে মসজিদে গিয়ে দেশের জন্য মসজিদের ছবি দেখিয়ে টাকাপয়সা আমরা মসজিদের জন্য তুলে থাকে এটা কিন্তু এদেশের আইনে নাই খুব সাবধানে আপনারা এই কাজটি করবেন যাতে করে বিপদের সম্মুখীন না হতে হয় সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ |

( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )