এন্ড্রয়েড মোবাইল কিভাবে ফ্লাশ দিতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা
প্রথমে আপনার মোবাইলটি সুইচ অফ করুন তারপর ব্যাটারি খুলে সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে রাখুন | বাটারি লাগান কিন্তু মোবাইলটি চালু করবেন না |তারপর আপনার মোবাইলের ভলিউম up প্লাস home key যদি থাকে + পাওয়ার বাটন একসাথে চাপুন একটি dos এর মত স্ক্রীন রিকভারি স্ক্রীন আসবে |এই স্ক্রিণ কয়েকটি অপশন থাকবে |
সেখানে “ wipe data / factory reset “এরকম কিছুই থাকবে volume key দিয়ে আপনি কার্সর ওপরে-নিচে সরাতে পারবেন | কার্শর সরিয়ে ফ্যাক্টরি রিসেট অপশন এ ক্লিক করুন | তারপর ইয়েস ক্লিক করুন |মোবাইলটি নিজে থেকে কিছু কাজ করবে | সেটি হয়ে গেলে আবার সেই রকম টি আসবে | এখন সেখান থেকে reboot system স্ক্রীন আসবে |
reboot system now ক্লিক করুন | তারপর আপনার মোবাইল টি রিসোর্ট হবে | ব্যাস আপনার কাজ শেষ |মোবাইলটি অন হয়ে গেলে আপনার কিছু সেটিং ল্যাংগুয়েজ , ইমেইল ,টাইম ,ডেট ,ইত্যাদি করতে হবে | কাজ শেষ এখন আপনার মোবাইল একদম ব্রেন্ড নিউ যেকোনো এন্ড্রয়েড মোবাইলে এটা কাজ করবেন |
কিভাবে আপনার মোবাইল ফ্লাশ দিবেন বা ফ্যাক্টরি রিসেট করবেন
তো আরেক ভাবে ও সেটা ফরমেট বা reset করা যায় যদি আপনার স্যামসাং মোবাইল হয় তাহলে আপনি সেটিং অপশনে যাবেন | সেটিং অপশনে গিয়ে জেনারেল ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন | ক্লিক করার পর এখানে দেখতে পাবেন reset |এই অপশনে ক্লিক করলে আপনার মোবাইল reset হয়ে যাবে |
( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )
0 Comments