প্রবাসীর বাস্তব জীবন Expatriate real life






প্রিয় প্রবাসী ভাই, ও বোনেরা |



আজকে আপনাদের সাথে একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করব | আসলে প্রবাস মানে কি |প্রবাসীরা কি মানুষ | নাকি নাকি তারা মেশিন |যতক্ষণ তারা টাকা দিতে পারবে ততক্ষণ
তারা ভালো |আর যখন মেশিন বন্ধ হয়ে যায় তাদেরকে কেউ আগের মতন দেখতে পারেনা তাই একটি বাস্তব জীবনের ঘটনা | আমার এক বন্ধু তার সাথে আমার পরিচয় প্রবাসে এসে সে
প্রায় 20 একুশ বছর বিদেশে কাজ করতেছে তার জন্য একটা টাকাও রাখেনি প্রত্যেক মাসে মাসে সে টাকা তার ফ্যামিলিতে পাঠায় প্রত্যেক মাসে সে কমপক্ষে 35 থেকে 40000 টাকা অনেক
কষ্ট করে অনেক মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সে টাকাগুলো দেশে পাঠায় | তার সংসারে মোট সাতজন ভাই বোন এবং বাবা-মা যার ঘটনা বলতেছি সে সবচেয়ে ফ্যামিলির বড়
ছেলে | গতবছর সে বিয়ে করেছে একটি বাচ্চা হয়েছে যখন বাচ্চার জন্য সে আলাদাভাবে টাকা পাঠায় |তখন থেকেই তার ফ্যামিলিতে সমস্যা শুরু হয় | আর ঘটনাটা বললাম না কারন
এসব ঘটনা আমরা প্রবাসীরা সবারই জানা আছে | তো আমি সাজেস্ট করবো প্রবাসী ভাইয়েরা আপনারা নিজের জন্য কিছু করুন এবং ফ্যামিলি কে টেক কেয়ার করবেন | তার মানে এই
নয় আপনাকে ফ্যামিলিতে টাকা দেওয়া নিষেধ করতেছি |আপনি অবশ্যই টাকা দিবেন কিছু পরিমাণ টাকা আপনার জন্য আপনার ভবিষ্যতের জন্য সেভ করে রাখবেন |

প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের কাছে হাতজোড় করে বলছি আপনি যা-ই ইনকাম করেন অন্ততপক্ষে মাসে 500 টাকা হলেও নিজের জন্য রাখবেন কারণ আপনি পরিবারের সুখের জন্য যে আত্মত্যাগ করে যাচ্ছেন প্রবাসের মাটিতে এর প্রতিদান আপনি কখনোই পাবেন না |
আপনি যদি বিপদে পড়েন বাবা-মা-ভাই-বোন স্ত্রী-সন্তান সবাই আপনাকে এমন ভাবে কথা বলবে মনে হবে আপনি কখনোই কারো জন্য কিছুই করেন নাই আপনার বিপদের দিনে আপনার পাশে আপনার ছায়া ছাড়া আর কিছুই পাবেন না |


হয়তো আমার কথাগুলো শুনে আপনাদের মনে হবে আমি মা-বাবার বিরুদ্ধে কথা বলছি না ভাই মোটেও আমি কারো বিরুদ্ধে কথা বলছি না আমি বাহিরে থাকা অবস্থায় খুব কষ্টের মধ্যে থেকেও আমি পরিবারকে কোন মত চালিয়ে নিয়েছি নিজের সুখ স্বপ্ন সব বিসর্জন দিয়ে তাদের হাসিতে আত্মতৃপ্তি খুঁজেছি |
আজ চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে এ দুনিয়ায় কেউ কারো আপন নয় টাকা এসব যা টাকা আছে সমাজ রাষ্ট্র এবং পরিবার তার পিছনে ঘুরে তার কথাই শুনে |
তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ নিজের জন্য কিছু হল টাকা সেভ করবেন আপনি প্রবাসে থাকা অবস্থায় আপনার পরিবারের অভাব কখনোই শেষ হবেনা রোজ রোজ নতুন সমস্যার খবর আসবে বাড়ি থেকে কিন্তু এই সমস্যার মধ্যে থেকেই আপনার নিজের জন্য কিছু করতে হবে |
যদি আপনি কিছু করতে না পারেন তবে একটা সময় আপনাকে শুনতে হবে কি করছো তুমি এই সংসারের জন্য ঠিক তখন আপনার মাথায় হাজার খানিক প্রশ্ন এসে দাঁড়াবে যে ঠিক আছে আমি সংসারের জন্য তো কিছুই করি নাই তাহলে আমার নিজের জন্য কি করেছি খুঁজতে খুঁজতে দেখবেন আপনি একদম শূণ্য |

ঠিক তখনই আপনি মানসিকভাবে ভেঙ্গে পড়বেন আর বলবেন তাহলে কার জন্যে আমি কি করেছি আমার রোজগার করার টাকাগুলো কোথায় এভাবে নিজেকে নিজে প্রশ্ন করতে করতে একটা সময় আপনার স্টক হবে আপনি মরে যাবেন আর পরিবার এবং সমাজের মানুষের কটু কথা থেকে হয়তো মুক্তি পাবেন |
আমি আমার নিজের চোখে অনেকের জীবনের দৃশ্য দেখেছি প্রবাসে এসে প্রবাসে এসে কত ধরনের কাজ কত রকমের কষ্টের কাজ কিভাবে যে প্রবাসীরা করে যারা প্রবাসে থাকেন তারাই কেবল উপলব্ধি করতে পারে আর যারা দেশে থাকে তারা এতটা উপলব্ধি করতে পারে না |


দেশের মানুষ ভাবে বিদেশে অনেক টাকা অনেক কিছু পাওয়া যায় যখন বিদেশে আসে তখন তারা পরিস্থিতি বুঝতে পারে আসল টাকা কিভাবে ইনকাম করা হয় যতক্ষণ না আপনি একটা বিপদে না পর্বেন একটা অসুখে না পড়বেন একটা ব্যথা না পাবেন ততক্ষণ আপনি ব্যথা কি জিনিস তা বুঝতে পারবেন না শুধু অনুভব করতে পারবেন |

( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )