"মোবাইল দিয়ে কিভাবে মাউস বা কিবোর্ড ব্যবহার করব "-How to use mouse or keyboard with mobile "



মোবাইল দিয়ে মাউস, কিবোর্ড,কিভাবে ব্যবহার করব | আজকে তাই নিয়ে বিস্তারিত আলোচনা থাকব | ধন্যবাদ সবাইকে চলুন শুরু করা যাক |

আমরা কম্পিউটারের যে মাউস ব্যবহার করি | তা যদি আমাদের মোবাইলে ব্যাবহার করতে পারি | তাহলে ব্যাপারটা কেমন হবে |নিশ্চয়ই খুব ভালো হবে তাই না |এখন বর্তমানে যে হাই কোয়ালিটি মোবাইল গুলা আসতেছে | তারমধ্যে চাইলেই আপনি কম্পিউটারের মতো মাউস ব্যবহার করতে পারবেন |

মাউস ব্যবহার করা অন্যতম সুবিধা হল | মোবাইলের স্ক্রিনের উপর প্রেসার কমবে |আর আপনার হাতের আঙুলের উপর প্রেসার কমবে | কিভাবে মোবাইলে মাউস ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক |

এর জন্য শর্ত হলো দুটি :

(1) প্রথমত আপনার মাউস হতে হবে ইউএসবি মাউস |

(2) দ্বিতীয়তঃ আপনার ফোনে ওটিজি সাপোর্ট হতে হবে |

এর জন্য যা যা লাগবে !

(1) এক নাম্বার মোবাইল |
(2) দুই নম্বর ও টি জি ক্যাবল |
(3) তিন নাম্বার মাউস |


প্রথমে আপনার মাউসটিকে ওটিজি ক্যাবল এর সাথে যুক্ত করুন | তারপর মোবাইলের চার্জিং পয়েন্ট ওটিজি ক্যাবলের অন্য প্রান্ত যুক্ত করুন | তারপর দেখুন আপনার ফোনের স্ক্রিনে মাউস পয়েন্টার সু করছে | কানেক্ট করার পর কয়েক সেকেন্ড সময় লাগতে পারে | তারপর মজা করে মোবাইল মাউস ব্যবহার করুন |

তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ ঘরের সবাই ট্রাই করবেন হয়ে যাবে |

( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )