সিলেটে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ মাঠে নেমেছে শত শত সেনাবাহিনী 2022





এক প্রবাসী ভাইয়ের কান্না কে দেখে বলুন । তার সন্তান এর সাথে ও মার সাথে ডেলী কথা বলতো কিন্তু বন্যার কারণে ।

প্রতিদিন সকালে বিকেলে আমার ছেলেটার সাথে কথা বলতে পারছি। কিন্তু বন্যার কারণে আজ তিন দিন ধরে কথাই বলা হচ্ছে না। খুবই মনে পরে তোকে বাবা। এমনকি আমার মায়েরসঙ্গে কথা বলা হচ্ছে না। সবাইকে আললাহ সহি সালামতে রেখ।

সিলেট জুড়ে বন্যায় আঠকে পড়াদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমেছে শত শত সেনাবাহিনী।যারা আটকা পড়েছেন তারা ৯৯৯ নাম্বারে কল দিয়ে ঠিকানা দিন সেনাবাহিনীর উদ্ধার টিম পৌঁছে যাবে আপনার কাছে। সুনামগঞ্জ জেলার যারা আছেন আপনার আশেপাশের মানুষের খবর নিন। অনেকেই হয়তো আটকা পড়ে আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক।

( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )