একটি শিক্ষনীয় বাচার গল্প আজকে আপনাদের সাথে বলব



একটি ব্যাঙ গর্তের মধ্যে পড়ে গেছে অনেকক্ষণ চেষ্টা করেও কিছুই সে করতে পারছিল না এসময় একটি শিয়াল সেখান দিয়ে যাচ্ছিল চিৎকার শুনতে পেরেছে গর্তের কাছে ছুটে এলো শেয়াল বলল কি হয়েছে মামা ব্যাঙ বলল না কিছুনা গান গাওয়ার চেষ্টা করছিলাম শেয়াল বলল ও আমি ভাবলাম তুমি বোধহয় বিপদে পড়েছ তাই চিৎকার করে ছিলে এরপর ব্যাঙ কিছু বলার আগে শিয়াল সেখান থেকে চলে যায় |


হয়তো শিয়াল মামা তার অসুবিধার কথা বুঝতে পেরে সাহায্য আনতে গেছে এজন্য ব্যাঙ চুপচাপবসেছিল | কিন্তু এই ফাঁকে তিনটি হরিণ সেখান দিয়ে চলে যায়

1 এর থেকে আমরা কি বুঝলাম বোকার সাথে ফাইজলামি করতে গেলে বিপদ আরো বাড়বে |

2 বিপদে পড়লে কখনো একজনের উপর নির্ভর করা উচিত নয়


কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি সিংহ সেখান দিয়ে যাচ্ছিল সিংহের পায়ের আওয়াজ শুনে ব্যাঙ আবার চিৎকার করা শুরু করলো | চিৎকার শুনে সিংহ তার কাছে ছুটে এলো সিংহ কি হয়েছে রে তোর | মামা bul; করে গর্তে পড়ে গিয়েছি সিংহ তোদের নিয়ে আর পারি না কই চলার সময় রাস্তা দেখে হাঁটবে নাকি চোখ যে কই রাখিস মামা ভুল হয়ে গেছে |
িংহ দাঁড়া দেখি সাহায্য করতে পারি নাকি এরপর সিংহটি তার নিচ লেজ নামিয়ে দেয় যদিও তার লেজের দৈর্ঘ্য তার হাতের চেয়ে অনেক কম ছিল ব্যাঙ লাভ দিয়েও একটুর জন্য ধরতে পারেনা ব্যর্থ হয় সিংহ হেঁটে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর ব্যাঙ আবার কার যেন পায়ের আওয়াজ শুনতে পারে হঠাৎ সে দেখতে পারে যে বিষয়ের উপর সিংহর আকাশের দিকে তাকিয়ে হাটতে হাটতে এসে সোজা গর্তে মধ্যে পড়ে গেছে |
ব্যাঙ মামা হঠাৎ এখানে সিংহ আরে বলিস না একটা সুন্দর পাখি দেখছিলাম বলল এখানে কেমনে এলে সিংহ বলল খেয়াল করি নাই যে গর্ত ছিল |



3 এর থেকে বোঝা যায় যে নিজে যা পারো না সে কাসবা কথা অন্য কাউকে বলো না

4 নীতিবাক্য আকাশে উড়ার চেষ্টা করলে ভূপাতিত হতে হইব



এরপর ব্যাঙ লক্ষ্য করল যে সিংহ মামা পাড়ায় সে এখন তার উপর উঠলে আরেকটু উপরে উঠতে পারবে ব্যাঙ তোমার মাথা ময়লা মামা সিংহ কই রে কিছুই তো বুঝতে পারতাছি না দাও মামা আমি পরিষ্কার করে দেই এই বলে ব্যাঙ সিংহের মাথার উপর উঠে লাভ দিয়ে গর্ত থেকে বের হয়ে যায়

6 নীতিবাক্য উপস্থিত বুদ্ধি থাকলে যেকোনো পরিস্থিতি থেকে বের হওয়া যায় অক্ষম অনেক সময় অনেক কিছুতেই সাহায্য করতে পারে যা সক্ষমেয়েরা পারেনা



ব্যাঙ বের হয়ে এল কিন্তু সে তার বিপদের সঙ্গীকে ভুলে গেল না সে বনের ভেতর থেকে জিরাফ k খুঁজে নিয়ে এলো জিরাফ মামা তখন সিংহ মামাকে গর্ত থেকে বের করে নিয়ে এলো তারপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো

7 নীতিবাক্য জীবনে যত কষ্ট আসুক যত বিপদই পড়িনা কেন হতাশ হবে না অপেক্ষা করুন নতুন করে বেঁচে থাকার আপনি ঠিকই কষ্টগুলোকে ভুলে যেতে সক্ষম হবেন আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন




( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )