আপনি ছাড়া আর কেউ কি ব্যবহার করছে আপনার সিম
সিম ক্লোন কি
একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার হয়েছেন
এবং রক্ষার উপায় কি কিভাবে শিকার হতে পারেন সিম ক্লোনের
আপনি যদি অপরিচিত নাম্বার থেকে মিস কল পান এবং সেটিতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকার পরিনত হতে পারেন দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোনিং করে অর্থাৎ আপনি যখন মিসকল নাম্বার কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হতে পারে |
সিম ক্লোনিং হয়ে গেলে যে সমস্যায় আপনি পড়তে পারেন
<>সাধারণত দুষ্কৃতিকারীরা আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর পড়বে কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন<>
লক্ষণীয় বিষয় কি
ইন্ডিয়াতে সম্প্রতি এক লাখ সিম ও রিম কার্ড ক্লোনিং হয়েছে সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ওই ক্লোনিং সিম বা রিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হয়েছে
বাংলাদেশেও এখন সিম ক্লোনিং হয়েছে বলে 6 টি মোবাইল অপারেটরের হাতে এমন কোন তথ্য নেই তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে কোন সময় এমন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে তাই সবাই সতর্ক থাকবেন
যেভাবে সতর্ক হবেন
অপরিচিত নাম্বার থেকে মিস কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করার চেষ্টা করুন যে এটি কার নাম্বার অথবা কল ব্যাক করা বন্ধ করুন মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না মিসড কল এলেই সতর্ক হন
যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানাবেন আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন দেখুন রিং হয় কিনা রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার সবাই সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ
( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )
0 Comments