কি কারনে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়



আজকাল প্রায় সব ধরনের ফোন এ যে ফোন অ্যান্ড্রয়েড আর IOS হক আর উইন্ডোজফোন হোক কিংবা সস্তা বা| দামী একটি সমস্যা কিন্তু লেগেই থাকে তাহলে অত্যাধিক গরম হওয়া আপনার ফোন এর সাথে যদি এমনে কোন সমস্যা ঘটে থাকে | তবে আজকের এই পোস্টটি আপনার জন্যই \ আজ আমি বেশ কিছু বিষয়ে আলোচনা করব | যেমন কোন স্মার্টফোন অত্যাধিক গরম হয় স্মার্টফোন গরম হওয়াটাই স্বাভাবিক এবং অত্যাধিক গরম হওয়া থেকে আপনার স্মার্টফোনটি কি কিভাবে রক্ষা করবেন | স্মার্টফোন অত্যধিক গরম হওয়ার কারন সমূহ


দেখুন যদি গরম হওয়ার কথা বলি তবে বলতেই হয় যে প্রতিটি ইলেকট্রনিক যন্ত্রপাতি বেশি গরম হয় | আপনার গাড়ি কম্পিউটার ইত্যাদি সবকিছুই গরম হওয়া থেকে বিরত নয় | গাড়ি ঠান্ডা রাখতে পানি ঢালা হয় কম্পিউটার ঠান্ডা রাখতে ফ্যান ব্যবহার করা হয় তাছাড়া এর ভিতরে অ্যাসিড থাকে তো আসলে বলতে পারেন স্বাভাবিকভাবে স্মার্টফোন একটি ইলেকট্রনিক যন্ত্র হওয়ার কারণে এটি গরম হয় তার পরেও আমি আপনাদেরকে সব কিছু খুলে বলবো তো চলুন জেনে নেই |স্মার্টফোন অত্যাধিক গরম হওয়ার কারন সমূহ |


প্রসেসর স্মার্টফোন গরম হওয়ার জন্য প্রথম যে দায়ী তা হল প্রসেসর |আপনার ফোন এর প্রধান অঙ্গ স্বরূপ যে আপনার ফোন এর প্রতিটি কাজ করে থাকে | আপনি ফোন ব্যবহার করেন আর নাইবা করেন প্রসেসর কিন্তু সবসময় চলতে থাকে |এবং তার কাজ করতে থাকে আর এই প্রসেসর নির্মাণ করা হয় অর্ধপরিবাহী পদার্থ দিয়ে \ এবং এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন থাকে | যখন প্রসেসর তার কাজ করে তখন এই ইলেকট্রনগুলো এক জায়গায় থাকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে | সহজ ভাষায় এবং এই দৌড়াদৌড়ি করার সময় ইলেকট্রনগুলো নিজেদের ভিতর সংঘর্ষ ঘটে এবং তাপ উৎপাদন করে অর্থাৎ আপনার প্রসেসর এর যত বেশি কাজ করে তার তত বেশি উৎপাদন হয় আপনি যদি কম কাজ করেন যেমন ধরুন শুধু ফোনে কথা বলছেন কিংবা মিউজিক শুনছেন তবে আপনার ফোনটি কম গরম হবে | কিন্তু মনে করেন আপনি গেম খেলছেন এবং একসাথে ইন্টারনেট থেকে কোন ফাইল ডাউনলোড করছেন তবে স্বাভাবিক ভাবেই আপনার ফোনের প্রসেসর কে বেশি কাজ করতে হবে এবং যার ফলে বেশি গরম হবে |

আপনার স্মার্টফোনটি আজকাল কার স্মার্টফোনগুলোর দিন এর পরদিন চিকন হয়ে যাচ্ছে এখন প্রসেসর এর দ্বারা উৎপন্ন তাপ আপনার ফোনটি চিকন হওয়ার কারণে বের হতে পারে না এবং লক্ষ্য করলে দেখা যাবে যে আপনার ফোন এর প্রসেসরটি ফোন বোর্ডের সাথে লেগে থাকে যার ফলে খুব তাড়াতাড়ি এবং অত্যাধিক গরম অনুভব হয় অত্যাধিক লোট আমি আগেই বলেছি অত্যাধিক লোড ফেললে আপনার ফোনটি দ্রুত এবং বেশি গরম হবে স্বাভাবিক কাজ যেমন ফোনে কথা বলা এসএমএস সেন্ড করা বা গান শোনার মত ছোট কাজ এ কম গরম হবে আপনার ফোনটি কিন্তু আপনি যখন অনেকগুলো কাজ একসাথে করবেন বা কোন বড় কাজ করবেন তখন আপনার ফোনটি অত্যাধিক নোট এর সম্মুখীন হবে এবং স্মার্টফোন অত্যধিক গরম হবে |

ব্যাটারি স্মার্টফোনগুলো দিনদিন চিকন হয়ে চলছে কিন্তু ব্যাটারির প্রযুক্তিতে তেমন একটা বিশেষ উন্নতি আনা হচ্ছে না তারপর ফোনটি অনেক চিকন হওয়ার কারণে যন্ত্রপাতি গুলোর এক একে অপরের মধ্যে খুব বেশি দূরত্ব থাকে না ব্যাটারি চার্জ চার্জ হওয়ার সময় কম বেশি গরম হয়ে থাকে আর যন্ত্রপাতিগুলো একে অপরের মধ্যে খুব বেশি দূরত্ব না থাকার ফলে এ ব্যাটারি ব্যাটারি গরম সব দিকে ছড়িয়ে পড়ে এবং আপনার স্মার্টফোন অত্যধিক গরম হয়ে পড়েপরিবেষ্টিত ও তাপমাত্রা |

স্মার্টফোন অত্যাধিক গরম হওয়ার আরেকটি বড় কারণ কিন্তু পরিবেশ তাপমাত্রা হতে পারে সাধারণত ভাবে গৃষ্ম কালে ভারতের তাপমাত্রা থাকে থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই পরিবেশেথাকলআপনার আশেপাশে তাপমাত্রা থাকে প্রায় 35 থেকে 46 ডিগ্রী সেলসিয়াস প্রজন্ত হয়ে যায় এই পরিবেশ আপনি ঘরে বসে থাকলেও আপনার আশপাশের তাপমাত্রা থাকে প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস মান এর ভিতরে স্মার্টফোন ব্যবহার করলে তাড়াতাড়ি গরম হয় পরে |

দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল মনে করুন আপনি এমন এক জায়গায় আছেন যেখানে নেটওয়ার্ক সিগন্যাল খুব দুর্বল অথবা আপনার ওয়াইফাই সিগন্যাল অনেক কষ্টে আপনার স্মার্টফোন অবাধে আসছে এই অবস্থায় আপনার স্মার্ট ফোনে বেশি চার্জ খরচ হয় দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল পাওয়ার জন্য আপনার ফোনটি এন্টিনা তে বেশি পাওয়ার পড়ে থাকে যাতে কোনটি ভাল সিগন্যাল ধরতে পারে এতে স্মার্টফোনের প্রসেসরকে অনেক বেশি কাজ করতে হয় এবং স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে পড়ে |


( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )