হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন পাঁচটি ফিউচার বাহারাইন ২০২২ WhatsApp brings five new Future Bahrain 2022
হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ভয়েস মেসেজ ফিউচার এর কথা আমাদের সকলেরই জানা এখন অনেকে টাইপ করে আর সময় নষ্ট না করে ভয়েস মেসেজে পাঠান। যত দিন যাচ্ছে ফিউচার টি ব্যবহারকারীদের কাছে ততই জনপ্রিয় হয়ে উঠছে জনপ্রিয়তার কথা মাথায় রেখে খুব শীঘ্রই আই ও এস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অনেকগুলো নতুন ভয়েস মেসেজে ফিউচার আনছে হোয়াটসঅ্যাপ । হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপডেট গুলো সব ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
নতুন ফিউচার গুলোর মধ্যে যা রয়েছে সেগুলো হলো
১
রেকর্ডিংয়ের সময় ভয়েস মেসেজ পেয়ে এবং পোচ করা
২
চ্যাটের বাইরে বেরিয়ে গেলেও ভয়েস মেসেজ প্লে হতে থাকা
৩
মেসেজ প্লে হওয়ার সময় ওয়েব ফর্ম প্রদর্শিত হওয়া
৪
প্লেব্যাক স্পিড দেড় থেকে দুই গুণ পর্যন্ত বাড়ানো ক্ষমতা ইত্যাদি ইত্যাদি
ভয়েস মেসেজ প্লে
এখন কারোর পাঠানো ভয়েস মেসেজ শুনার জন্য আর সেই সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাট বক্স ওপেন করে বসে থাকতে হবে না। কোন ভয়েস মেসেজ আসলে আপনি হোয়াটসঅ্যাপে অন্য কারো সঙ্গে চ্যাট করতে ও সেটি শুনতে পারবেন তবে যে মুহূর্তে আপনি হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন বা অন্য কোন অ্যাপ এ সুইচ অন করবেন ঠিক সেই মুহূর্তে বয়স মেসেজটি প্লে হওয়া বন্ধ হয়ে যাবে ।
মেসেজ বা প্লে পস
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কোন ভয়েস মেসেজে রেকর্ড করার সময় মাঝখানে থামতে এবং পরে আবার সেখান থেকে রেকর্ড করতে পারবেন । হোয়াটসঅ্যাপ জানুয়ারি মাসে আইফোনে এই ফিচারটি টেস্ট করা শুরু করে পরে অ্যান্ড্রয়েড এবং ডেক্সটপ অ্যাপ্লিকেশনের বেটা ভার্সনে এটা রুল আউট করে দিয়েছে।
ওয়েব ফর্ম
এখন বয়স নোট প্লে করার সময় ইউজাররা প্লে বাটন এর পাশে সরলরেখার পরিবর্তে একটি তরঙ্গ কৃতি রেখা বা বয়স ওয়েব ফর্ম দেখতে পাবেন এছাড়া ইউজাররা কোন ভয়েস মেসেজ শুনতে শুনতে মাঝখানে থামিয়ে আবার পরবর্তীতে ঠিক সেই যায়গা থেকে পেলে করার সুযোগ পাবেন শুধু তাই নয় ভয়েস মেসেজগুলো প্লেব্যাক স্প্রিট ও ইচ্ছা অনুসারে পরিবর্তন করা যাবে
( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )
0 Comments