প্রবাসীদের জন্য আসছে সুখবর
গতকাল গালফ নিউজ পত্রিকায় এই নিয়ে লেখালেখি হয়েছে আশা করি সবার উপকার আসবে । আর এটা যদি বাস্তব হয় তাহলে তো সবার মনের আশা পূর্ণ হবে ।
যেমন অনেকে সৌদি যাবে ওমরা করতে ।হজ করতে । কারো সাথে দেখা করতে । এখন দেখা যায় যে আপনি যদি ওমরা করতে যান তাহলে কিছু কাগজ পাতি ডকুমেন্ট প্রয়োজন হয় তখন হয়তো তা লাগবেনা।
শুধু আপনার ভিসা থাকলেই হবে । এবং আপনার পাসপোর্ট এবং আইডি কার্ড থাকলেই হবে। আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে । তারপরও অনেকের আছে যে বিজনেস তারা হয়তো যাবে তাদের ব্যবসার জন্য ।
ওখান থেকে গিয়ে পাইকারি কাপড়চোপড় কিনতে পারবে । দোকানের জন্য যার যে দোকান এরকম আনতে পারবে যদি লাইসেন্স থাকে ।
সৌদি আরব এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিছুদিনের মধ্যে একটি আইন পাস করবে যাতে গাল্ফভুক্ত দেশগুলো যেমন
বাহরাইন,দুবাই,ওমান,কাতার,কুয়েত থেকে বৈধ ভিসাধারীরা সৌদি আরব গিয়ে ব্যবসা বাণিজ্য,চাকরি করতে পারবে।এমনকি ওমরাহ ও করতে পারবে ।
এসব দেশ থেকে সৌদি যেতে কারো ভিসার দরকার হবে না।তবে হাউজ মেইড কিংবা কনস্ট্রাকশন শ্রমিক এই আইনের বাহিরে থাকবে।ভালো প্রফেশনাল ভিসা হলেই হবে।
তথ্যসূত্র গাল্ফ নিউজ, আমার এই ওয়েবপেজটিকে সবাই ফলো রাখবেন এখানে নিত্যনতুন নিউজ আপডেট হয় ধন্যবাদ সবাইকে
( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )
0 Comments