আগামীকাল সকাল 10 টায় উদ্বোধন করা হবে স্বপ্নের পদ্মা
সেতু। পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের 18 জেলার 6 কোটি মানুষের ভাগ্যোন্নয়নে সরাসরি অবদান রাখবে,1998 সালে এই সেতুর সর্বপ্রথম ভিক্তি প্রস্থর স্থাপন করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর বিএনপির আমলে জরিপ কাজ চালানো হয়।এরপর তক্তাবধায়ক সরকারের আমলে বাজেট ঘোষণা করা হয়।যা 2013 সালে কাজের পূর্ণতা পায়।প্রথমে 10 হাজার কোটি টাকা বাজেট করা হলেও পরে নির্মাণ ব্যয় বেড়ে 30 হাজার কোটি টাকায় দাঁড়ায়।
তবে কাজের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়।এমনকি কাঁচামাল হিসেবে বিদেশ থেকে অনেক কিছু আমদানি করা হয়। মন্ত্রণালয়ের তথ্য মতে এই সেতুতে বাংলাদেশের সাধারণ সিমেন্ট ব্যবহার করা হয়নি।
কারন বাংলাদেশের সিমেন্টের আয়ুকাল কম। অস্ট্রেলিয়া থেকে আমদানি করা সিমেন্ট দিয়ে এটির কাজ করা হয়। উল্লেখ্য অস্ট্রেলিয়ার এই বিশেষ সিমেন্ট বিশ্বের সবচেয়ে দামি সিমেন্ট এবং টেকসই ।
এক ব্যাগ সিমেন্টের দাম বাংলাদেশী টাকায় 15 হাজার টাকা। সর্বশেষ বলবো অনেকেই সরকার কে দেখতে পারিনা। কিন্তু সরকারের ভালো কাজের প্রশংসা অবশ্যই আমাদের করতে হবে।কারন এটি আমাদের ট্যাক্সের টাকায় তৈরি।হয়তো এটি বানাতে গিয়ে অনেক টাকা দূর্নীতি অনিয়ম হয়েছে।
এটা বাংলাদেশের সব প্রকল্পের ক্ষেত্রে হয়।এটার বেলাও দূর্নীতি হয়েছে। তারপরও এই সেতু নির্মাণ করার কারনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি কিছু টা হলেও হবে। ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে এই সেতুর কাজ শেষ করার জন্য। এগিয়ে যাক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
( Thank you for reading this article. please share this and support my websites to grow. এই প্রবন্ধ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ. এটা শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট বাড়াতে সমর্থন করুন. )
0 Comments